ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা বলে কিছু নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
করোনা বলে কিছু নেই তাসনুভা তিশা ও মাসুম আজিজ

এবারের ঈদ আয়োজনে নিজের গল্প ভাবনায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন নাটক ‘করোনা বলে কিছু নেই’। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, মাসুম আজিজ, সাবিহা জামান প্রমুখ।

 

আলফা আই’র প্রযোজনায় ‘ঘরবন্দি সময়ের গল্প’ সিরিজের দ্বিতীয় সিজনের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘করোনা বলে কিছু নেই’। এখানে করোনা এবং এর পরবর্তী সময়ে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছে, সেই বার্তা তুলে ধরা হয়েছে।
 
নাটকটি ঈদ আয়োজনে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব (ড্রামা) চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

দেশের অন্যতম সফল নির্মাতা শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’র মতো সিনেমা তিনি নির্মাণ করেছেন। এছাড়া টেলিভিশনে দীর্ঘ দিন ধরে সফল নাট্য-নির্মাতা হিসেবে তার বিচরণ। পাশাপাশি ওয়েব সিরিজ নির্মাণ করেও ব্যাপক আলোচিত হয়েছেন।
 
কিছু দিন আগে শিহাব শাহীন নির্মিত ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজ নিয়ে দেশজুড়ে হৈচৈ শুরু হয়। বাস্তব ঘটনা অবলম্বনে সাহসী সে সিরিজে অভিনয় করেন তাসনুভা তিশা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।