ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিরাপত্তা বেষ্টনীতে ইডির দফতরে নেওয়া হয়েছে রিয়ার বাবাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
নিরাপত্তা বেষ্টনীতে ইডির দফতরে নেওয়া হয়েছে রিয়ার বাবাকে নিরাপত্তা বেষ্টনীতে ইডির দফতরে নেওয়া হয়েছে রিয়ার বাবাকে

দিন যতই যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য ততই ঘনীভূত হচ্ছে। মামলা হয়ে উঠছে জটিল।

তদন্তে বেরিয়ে আসা নতুন নতুন তথ্যে বিস্মিত সবাই।

আর ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠছে রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে অভিনেতার পরিবারের অভিযোগ। তাই বেশ আতঙ্কেই দিন যাচ্ছে রিয়া ও তার পরিবারের। এজন্য অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে মুম্বাই পুলিশের কাছে নিরাপত্তা দাবি করেছেন। রিয়া বলেন, ‘আমি এবং আমার পরিবার এখন চরম সংকটে। ’ 

রিয়ার এমন দাবির পরেই রিয়ার বিল্ডিংয়ে হাজির হয় সান্তাক্রুজ থানার পুলিশ। সংবাদমাধ্যমের কর্মীদের জন্য আহত হয়েছেন তার বাবা, এমনই অভিযোগ রিয়ার। তাদের জীবন সংকটে। এরপরই রিয়ার বাবাকে নিরাপত্তার সঙ্গে ইডির দফতরে পৌঁছে দিতে হাজির হয় মুম্বাই পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালেই ইডির পক্ষ থেকে নতুন করে সমন জারি করা হয় রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীর নামে। এমন নির্দেশে এদিন দুপুর ৩টার দিকে মুম্বাইয়ের সান্তাক্রুজের অ্যাপার্টমেন্ট থেকে ইডির দফতরের উদ্দেশ্যে রওনা দেন ইন্দ্রজিত্ চক্রবর্তী। মিডিয়া কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীর বাবাকে, যদিও মুখ খোলেননি তিনি।

রিয়ার দাবি, তার বিল্ডিংয়ের ওয়াচম্যান এবং বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকে নাকি আহত করেছে সংবাদমাধ্যমের কর্মীরা। রিয়া বলেন, আমরা ইডি, সিবিআই এবং অন্য তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য বাইরে যাতায়াত করছি। তবে আমি এবং আমার পরিবার এখন চরম সংকটে।

এদিকে ইডি, সিবিআইয়ের সঙ্গে এখন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো– সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে ভারতের এই তিনটি কেন্দ্রীয় সংস্থা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।