ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দ্য জু স্টোরি’ দিয়ে শুরু প্রাচ্যনাটের উঠান নাটকের মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
‘দ্য জু স্টোরি’ দিয়ে শুরু প্রাচ্যনাটের উঠান নাটকের মেলা

চলমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রাচ্যনাট আয়োজন করেছে ‘মহলা মগন’ শিরোনামে উঠান নাটকের মেলা ২০২০। রাজধানীর কাঁটাবনে প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে ‘দ্য জু স্টোরি’ প্রদর্শনের মধ্য দিয়ে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) মাসব্যাপী এই নাট্যমেলা শুরু হয়েছে।

‘দ্য জু স্টোরি’ এডওয়ার্ড অ্যালবীর রচনা থেকে অনুবাদ করেছেন আশফাকুল আশেকীন। নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।  

এতে অভিনয় করেন- কাজী তৌফিকুল ইসলাম ইমন ও আহমেদ সাকি। নেপথ্যে কাজ করছেন সঙ্গীত পরিকল্পনায় রিফাত নোবেল, সঙ্গীত প্রয়োগে ছিলেন আন্দোলন মিঠুন ও অদ্রিজা আমিন। আলোক প্রয়োগে মোখলেছুর রহমান ও ফয়েজ রাকিব। মঞ্চ পরিকল্পনা করেছেন তানজিকুন এবং মঞ্চ অধিকর্তা শ্রাবণ শামীম ।  

মেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক  কামাল বায়েজিদ ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। আরও উপস্থিত ছিলেন প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম এবং অভিনেতা শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

নাটক প্রদর্শনীর পর দ্বিতীয় পর্বে ‘মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান’ নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।

‘দ্য জু স্টোরি’ শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আবারো প্রদর্শিত হবে। প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে। আগামী ৩ অক্টোবর 'ফাউস্ট অথবা অন্য কেউ' নাটক প্রদর্শনের মাধ্যমে মেলার পর্দা মাসব্যাপী এই নাট্যমেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।