গত মাসে করোনা করোনা ভাইরাসে আক্রান্ত হন জনপ্রিয় গায়ক, সুরকার-সঙ্গীত পরিচালক এস আই টুটুল। ২১ আগস্ট করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি নিজেই জানান।
প্রায় তিন সপ্তাহ পর টুটুল আবার জানালেন, তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। তবে এখনো দ্বিতীয় করোনা টেস্ট করাননি।
রোববার (১৩ সেপ্টেম্বর) এস আই টুটুল তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আল্লাহ পাকের রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা সুস্থ। এখনো দ্বিতীয় টেস্ট করিনি ভয়ে, কারণ নাকের ভেতর যখন কাঠিটা ঢোকায় তখন প্রচণ্ড ব্যথা লাগে। আমি ইনজেকশন নিতেও খুবই ভয় পাই। আর ভুতের ব্যাপারে না হয় কিছু না - ই বলি। সবার জন্যে অনেক অনেক দোয়া রইলো। সবাই ভালো থেকো বন্ধুরা।
এছাড়া তিনি আরও জানান, তাঁর কষ্ট হলেও দুই-এক দিনের মধ্যেই আবারো করোনা টেস্ট করাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
টুটুল সবশেষে লেখেন, হে করুণাময়, তুমিই আমাদের মুক্তি দাতা। দয়া করে তুমি আমাদের সবাইকে এই মহামারি থেকে মুক্তি দাও। আমাদের সবাইকে অসুস্থতা, অভাব-অনটন ও অশান্তি থেকে মুক্তি দাও। আমাদের জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা কোরে দাও। আমাদের কে সরল সঠিক পথ দেখাও। তোমার মনোনীত পথে আমাদেরকে প্রতিষ্ঠিত করো।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
জেআইএম