২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ সিনেমার শুটিং শুরু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পুরনো ঢাকায় সূত্রাপুরে শুটিং শুরু করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
শুটিং শুরুর আগে কেক কেটে সিনেমাটির মহরত করা হয়। করোনার কারণে মহরতের বড় অনুষ্ঠান করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, আজ থেকে শুটিং শুরু করলাম। প্রথম পর্যায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর পুরনো ঢাকায় এবং পরে ১ থেকে ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুটিং করবো। এরপর আবার শিডিউল সাজাবো।
‘আশীর্বাদ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। এটি হতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা। তারা দু'জনসহ শুটিংয়ে অংশ নিয়েছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।
সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সে মাহিকে দেখা যাবে।
সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
জেআইএম