ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এলো কে-পপ ‘ব্ল্যাকপিঙ্ক’র প্রথম অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
এলো কে-পপ ‘ব্ল্যাকপিঙ্ক’র প্রথম অ্যালবাম ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডদলের শিল্পীরা

বিশ্বজুড়ে সাড়া জাগানো কে-পপ ব্যান্ডদল ‘ব্ল্যাকপিঙ্ক’ প্রথম অ্যালবাম প্রকাশ করলো শুক্রবার (২ অক্টোবর)। চার বছরের সাফল্যমণ্ডিত চলার পথে ইতোপূর্বে বেশকিছু একক গান প্রকাশিত হলেও এই প্রথম একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করলো কোরিয়ান মেয়েদের এই আলোচিত ব্যান্ডদলটি।

কিছুদিন আগেই সেলেনা গোমেজের সঙ্গে ‘আইসক্রিম’ শিরোনামের গানটি আনে ব্ল্যাকপিঙ্ক। আরেক কে-পপ ব্যান্ডদল বিটিএস’র ‘ডিনামাইট’ প্রকাশের ১ সপ্তাহ পরেই প্রকাশ পায় ‘আইসক্রিম’। সাড়া জাগানো গানটি এখন পর্যন্ত তিন কোটিবারের বেশি ভিউ হয়েছে। প্রথম অ্যালবামটিতেও রয়েছে গানটি।

ব্ল্যাকপিঙ্ক তার অ্যালবামটির নাম রেখেছে খুব সাদাসিধেভাবে ‘দ্য অ্যালবাম’। ৮টি গান রয়েছে এখানে। এর মধ্যে ছয়টি নতুন গান। বাকি দু’টির মধ্যে একটি ‘আইসক্রিম’, আরেকটি সুপারহিট ‘হাউ ইউ লাইক দ্যাট’। পরের গানটি চলতি বছরের ২৬ জুন প্রকাশ পায়। এখন পর্যন্ত এ গানটি দেখা হয়েছে সাড়ে ৫ কোটির বেশিবার।  

‘দ্য অ্যালবাম’-এ আরও রয়েছে মার্কিন র‌্যাপার কার্ডি বি’র সঙ্গে বহু প্রতীক্ষিত গান ‘বেট ইউ ওয়ান্না’। ব্ল্যাকপিঙ্কের ক্যারিয়ারে সবচেয়ে সফল ‘আইসক্রিম’ গানটি বিলবোর্ডে ১৩তম স্থান অর্জন করে। এর আগে ‘হাউ ইউ লাইক দ্যাট’ গানটি ৩৩তম স্থানে ছিল।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।