আট বছর পর আবার একসঙ্গে কাজ করলেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নায়িকা চরিত্রে আছেন তাসনিয়া ফারিন।
প্রশংসিত সিনেমা ‘টেলিভিশন’র পর ফারুকীর পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। ২০১৩ সালে মুক্তি পাওয়া ওই সিনেমার পর দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবাদাতা ব্র্যান্ড আকাশ ডিটিএইচ নিবেদিত এ প্রোডাকশনে তারা আবার একসঙ্গে কাজ করলেন।
একসঙ্গে এ ত্রয়ীর এবারের কাজ কি? সে বিষয়ে এখনই খোলাসা করেননি। চমক হিসাবেই রাখছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বলছেন, পর্দায় দেখা হোক এবারের কাজ নিয়ে। তবে নতুন এ কাজে দর্শক ভিন্নতা পাবেন। দুই বন্ধুর গল্প পাবেন।
অবশ্য এ জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন হবে না। চলতি অক্টোবরেই দর্শকরা তা জানতে পারবেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ছবিয়াল প্রোডাকশন। প্রতিষ্ঠানটির ফেসবুকে পেজেও সম্প্রতি ‘বয়েজ আর ব্যাক ইন বিজনেস’ ক্যাপশন দিয়ে এর কিছু শুটিংচিত্র প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করার প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘অনেক দিন পর মোশররফের সঙ্গে স্ক্রিন শেয়ার করলাম। এটি দুই বন্ধুর গল্প। সর্বশেষ ফারুকী ভাইয়ের ‘টেলিভিশন’ সিনেমায় একসঙ্গে কাজ করি। অনেকদিন পর কাজ করে ভালো লাগছে। আর এ ধরনের মানসম্পন্ন কাজ নিয়মিত হওয়া দরকার। আশা করি, দর্শকরাও কাজটি উপভোগ করবেন।
তিনি বলেন, ফারুকী ভাইয়ের সঙ্গে আমাদের বোঝাপড়া অনেক পুরনো। তার সঙ্গে প্রথম কাজ করেই মিডিয়ায় আমার ও মোশাররফের এক্সপোজার হয়েছে। তাই অন্যরকম ভালোলাগা কাজ করছে। চঞ্চল বলেন, আমাদের একসঙ্গে কাজ না করার বড় কারণ বাজেট স্বল্পতা। একসময় নাটক সিনেমার যে বাজেট ছিল সেটি কমতে কমতে এখন এমন পর্যায়ে ঠেকেছে যে একসঙ্গে একই প্রোডাকশনে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আকাশ নিবেদিত এ কাজে ফারুকী ভাই সেই সুযোগটি তৈরি করে দিয়েছেন। এটি অভিনেতা হিসেবে আমাদের ভালো লেগেছে। দর্শকরাও বিনোদন পাবেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
ওএফবি