ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

বনি ও কৌশানির সম্পর্ক মানতে নারাজ দুই পরিবারই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
বনি ও কৌশানির সম্পর্ক মানতে নারাজ দুই পরিবারই! বনি ও কৌশানি

দীর্ঘদিন আগেই কৌশানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বনি সেনগুপ্ত। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে, খুব শিগগিরই তারা বিয়ে করছেন।

কিন্তু হঠাৎ করে উল্টো হাওয়া দুই পরিবারের মধ্যে।  

টলিপাড়ার আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, দুই পরিবারের নাকি কেউ মানছে না তাদের প্রেমের সম্পর্ক। তবে, মন খারাপ হওয়ার কোনো অবকাশ নেই। কারণ, আসল কথাটা একেবারেই অন্য।

আসলে বাস্তবে নয়, রুপালি পর্দায় ঘটেছে এমন ঘটনা। গার্লফ্রেন্ড কৌশানি সঙ্গে রুপালি পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি। সুজিত মণ্ডল পরিচালিত ‘তুমি আসবে বলে’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

সম্পূর্ণ বিনোদনের ঠাসা এই সিনেমায় থাকছে একদম পারিবারিক গল্প। দুই পরিবারের ইগোর লড়াই এবং তার মুখে দাঁড়িয়ে দুটি প্রেমের সম্পর্ক- এই সবকিছু নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। নন্দ গোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। অন্যদিকে, আঁখির চরিত্রে অভিনয় করবে কৌশানি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।