ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

বিনোদন

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী উৎসবের পর্দা নামলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী উৎসবের পর্দা নামলো তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান

সিরাজগঞ্জ: প্রগতিশীল ও সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের পর্দা নেমেছে।

শনিবার (২ জানুয়ারি) রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী শেখ, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।

আলোচনা পর্বে অতিথিরা বলেন, প্রগতিশীল ও সুস্থধারার সংস্কৃতির বিকাশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজ করে যাবে।  

আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  

এর আগে গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।