ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞা দিলেন মুফতি আনাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞা দিলেন মুফতি আনাস সানা খান ও মুফতি আনাস সৈয়দ

বলিউড ত্যাগ করা আলোচিত সাবেক অভিনেত্রী সানা খানের বিয়ের নতুন ছবি প্রকাশ করেছেন তার স্বামী মুফতি আনাস সৈয়দ। সেসঙ্গে সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞাও দিয়েছেন তিনি।

 

গেল বছর পারিবারিক পরিমণ্ডলে অনাড়ম্বরভাবে বিয়ের পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে সানা খানের নাম। আন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে তাদের বিয়ের ছবি। সামাজিকমাধ্যমে অগণিত মানুষের ভালোবাসা আর প্রশংসায় সিক্ত হন এ দম্পতি।  

সম্প্রতি বিয়ের সময়ের অপ্রকাশিত একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সানার স্বামী মুফতি আনাস সৈয়দ। ছবিতে দেখা যায় নবদম্পতি হেঁটে যাচ্ছেন আর পেছন থেকে ক্যামেরায় ক্লিক করা হয়েছে। সানার পরনে লাল লেহেঙ্গা আর আনাসের পরনে দেখা যায় সাদা কুর্তা-পায়জামা।  

ছবিটি শেয়ার করে ক্যাপশনে আনাস লেখেন,‘সবচেয়ে সুন্দরী স্ত্রী সে নয় যার সঙ্গে আপনাকে মানায়। সেই সবচেয়ে সুন্দরী স্ত্রী যে আপনাকে জান্নাতের কাছে নিয়ে যায়। আল্লাহ আমাকে অনেক রহমত করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।