ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

বিনোদন

ধর্ষকদের রাস্তায় ফাঁসি দেওয়ার দাবি কঙ্গনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ধর্ষকদের রাস্তায় ফাঁসি দেওয়ার দাবি কঙ্গনার

নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সে সঙ্গে তিনি জনসম্মুখে রাস্তায় ধর্ষককে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন।

ভোপালে ‘ধক্কড়’ সিনেমার  শুটিংয়ের ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে সাক্ষাত শেষে তিনিএ কথা বলেন। সৌদি আরবের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, নারী নির্যাতনকারীদেরকে রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্থার ঘটনা আমাদের অজানা থেকে যায়। আমাদের (ভারত) দেশের আইনের কারণে অনেকে চুপ থাকেন। ধর্ষকরা জানে যে, তারা ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাকে।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ডিএন/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।