ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
‘অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন আর নেই হিলটন ভ্যালেন্টাইন

ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন (৭৭) আর নেই। স্থানীয় সময় শুক্রবার (২৯ জানুয়ারি) তার মৃত্যু হয়।

 

হিলটন ভ্যালেন্টাইন ১৯৬৩ সালে গায়ক এরিক বার্ডন, চাস চ্যান্ডলার, অরগানিস্ট অ্যালান প্রাইস ও ড্রামার জন স্টিলের সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন অ্যানিমলস ব্যান্ডটি।

অ্যানিমলসের রেকর্ড লেবেল ABKCO Music ভ্যালেন্টাইনকে গিটারিস্টদের মধ্যে অগ্রদূত আখ্যা দিয়ে বলেছে, তিনি দশকের পর দশক ধরে রক অ্যান্ড রোলের জগতকে প্রভাবিত করেছেন এবং আগামীদিনগুলোতেও তার প্রভাব অব্যাহত থাকবে।  

হিলটনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সহশিল্পী গায়ক এরিক বার্ডন ইনস্টাগ্রামে লিখেছেন, তুমি শুধু গিটার বাজাওনি, তুমি এর মধ্যে জীবন খুঁজে পেয়েছিলে! হিলটনের চলে যাওয়ার খবরে ব্যাথাতুর হয়ে পড়েছি। আমরা একসঙ্গে রোমাঞ্চকর সময় কাটিয়েছি। নর্থ শিল্ড (হিলটনের জন্মস্থান) থেকে সারা বিশ্বে... রক ইন পিস।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।