ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে করোনা আক্রান্ত ভিকি ও ভূমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, এপ্রিল ৫, ২০২১
একসঙ্গে করোনা আক্রান্ত ভিকি ও ভূমি ভিকি ও ভূমি

প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলিউডে। প্রথম সারির বহু তারকা এই মহামারিতে আক্রান্ত হচ্ছেন।

সে তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ভূমি পেডনেকর।

এই দুই তারকা একইদিনে কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা দু’জনই রয়েছেন হোম কোয়ারেন্টিনে।
 
ভিকি ও ভূমি আলাদাভাবে ইনস্ট্রাগ্রামে বিষয়টি জানিয়ে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা টেস্ট করানোর অনুরোধ জানান। এছাড়া আপাতত তাদের বড় কোনো শারীরিক সমস্যা নেই বলেও জানান।

সম্প্রতি শশাঙ্ক খাইতান পরিচালিত ‘মি লেলে’ সিনেমায় একসঙ্গে শুটিং করছিলেন ভিকি কৌশল ও ভূমি পেডনেকর। এই শুটিং থেকেই তারা দুজন আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তাদের সঙ্গে একই সেটে একজন জুনিয়র শিল্পীও কোভিড পজিটিভ ছিলেন, কিন্তু যদিও তার রিপোর্ট এখন নেগেটিভ এসেছে। বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে।

এদিকে সুপারস্টার অক্ষয় কুমার করোনা আক্রান্ত হওয়ার পরদিনেই খবর এলো হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে তার নির্মাণাধীন ‘রাম সেতু’ সিনেমার ৪৫ জন সহকর্মীও কোভিড সংক্রমিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।