ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

বন্ধুত্ব নিয়ে রূপঙ্করের সঙ্গে গাইলেন আফরোজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, আগস্ট ১, ২০২১
বন্ধুত্ব নিয়ে রূপঙ্করের সঙ্গে গাইলেন আফরোজা রূপঙ্কর ও আফরোজা

বন্ধু দিবস উপলক্ষে কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আফরোজা মোমেন। ওয়ালিদ আহমেদের কথায় ‘তোমায় ছাড়া’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা রূপঙ্কর নিজেই করেছেন।

গানচিত্র আকারে রোববার (০১ আগস্ট) বন্ধু দিবসে এই গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে সাদামাটা প্রোডাকশনের ব্যানারে। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কলকাতা, গাজীপুর ও কক্সবাজারের বেশকিছু লোকেশন।  

গানটি নিয়ে রূপঙ্কর বাগচী বলেন, বন্ধু দিবস উপলক্ষে বাংলাদেশে আমার এই দ্বৈত গানটি প্রকাশ পেয়েছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।

শিল্পী আফরোজা মোমেন বলেন, কলকাতার রূপঙ্কর বাগচীর সঙ্গে এটিই আমার প্রথম গান। তার মতো একজন গুণী ও মেধাবী সংগীতজ্ঞের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।  

কর্মজীবনে চিকিৎসক হলেও আফরোজা মোমেন সংগীত চর্চা করছেন প্রায় একযুগ ধরে। ইতিমধ্যে তার বেশ কয়েকটি গান ও মিউজিক ভিডিও দর্শকপ্রিয়তা পেয়েছে।  

 

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।