ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমি প্রোপারলি সিঙ্গেল: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
আমি প্রোপারলি সিঙ্গেল: শ্রাবন্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় পর্দায় যতোটা না সফল, সংসার জীবনে ততটাই ব্যর্থ! 

জনপ্রিয় এই তারকার সংসার ভেঙেছে তিনটি। এরপরও গুঞ্জন রয়েছে নতুন তিনি নাকি পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন।

এবার গুঞ্জন উঠেছে সেই প্রেমও ভেঙে গেছে! শ্রাবন্তী নিজেই তাকে এখন সিঙ্গেল দাবি করছেন।  

শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ এখনও কার্যকর হয়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম হয় শ্রাবন্তীর। নিজের বাড়িতে অভিরূপের জন্মদিনও পালন করেছিলেন তিনি। প্রেমিককে তখন একটি হিরার আংটিও উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।  

কিন্তু এবার শোনা যাচ্ছে, শ্রাবন্তীর এই প্রেমটিও ভেঙে গেছে। এমন কী অভিরূপকে নাকি ইনস্টাগ্রামেও আনফলো করেছেন শ্রাবন্তী। এ থেকে অনেকেই ধারণা করছেন, অভিরূপের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না এই অভিনেত্রী। এমন গুঞ্জনের মধ্যে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে প্রেমের বিষয়ে কথা বলেছেন শ্রাবন্তী।  

'শিকারি'খ্যাত এই অভিনেত্রী বলেন, প্রেম তো থাকবেই, প্রেম সারাজীবন থাকে। আমার পরিবার, লাখ লাখ দর্শক সবার প্রতি প্রেম আছে। প্রেম না থাকলে তো অভিনয়ই করতে পারব না।

নিজেকে সিঙ্গেল দাবি করে শ্রাবন্তী বলেন, আমি প্রোপারলি সিঙ্গেল। অবশ্য সিঙ্গেলও নই, আমার পরিবার আছে, আমার ছেলে আছে, তাদের সঙ্গে আমি মিঙ্গেল।

শ্রাবন্তী ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করে সংসার শুরু করেন। দীর্ঘ ১৩ বছরের সংসারের ইতি টানেন ২০১৬ সালে। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন কৃষাণ বিরাজ নামের এক মডেলকে। এক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসারও।  

তারপরেও থেমে যাননি শ্রাবন্তী, ফের বিয়ে করেন রোশান সিংকে। সেই সংসারও টিকেনি। গত এক বছর ধরেই আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশান। তবে রোশান শ্রাবন্তীকে ফিরে পেতে মামলাও করেছেন। অন্যদিকে, শ্রাবন্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোশানের সংসার করবেন না তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।