ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে তরুণ নির্মাতা সাজ্জাদ সনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
না ফেরার দেশে তরুণ নির্মাতা সাজ্জাদ সনি

ঢাকা: মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার নির্মাতা সাজ্জাদ সনি।

রোববার (১৫ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ নির্মাতা।

তার বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে তিনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সনির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

সাজ্জাদ সনি টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের বর্তমান অর্থ সম্পাদক। এর আগের মেয়াদেও একই দ্বায়িত্ব পালন করেছেন তিনি। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বাংলানিউজকে জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য সনির মরদেহ শিল্পকলা একাডেমিতে রাখা হবে। সেখানে দুপুর ১২ টায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর নিকুঞ্জ-২ এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

তরুণ এ নির্মাতার মৃত্যুতে শোকপ্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীসহ নাট্যাঙ্গনের অনেকে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।