জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ৮ আগস্ট তার করোনা পজিটিভ আসে।
সুখবরটি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে ‘পোড়ামন’খ্যাত এ নায়ক লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার করোনা নেগেটিভ এসেছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞতা। ’
এর আগে সাইমনের মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিও এখন সুস্থ রয়েছেন। মায়ের সার্বক্ষণিক সেবা করেছেন সাইমন।
চলচ্চিত্রে সাইমনের অভিষেক ঘটে ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমা দিয়ে। পরের বছর ‘পোড়ামন’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বর্তমানে ‘গ্যাংস্টার’সহ কয়েকটি সিনেমার কাজ করছেন সাইমন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘লাইভ’, ‘আনন্দ অশ্রু’ নামের সিনেমা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
আরবি