জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৭ আগস্ট)। দিনটি উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। এর নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। এতে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ অনেকে। নাটকটি রাত ৯টায় প্রচার হবে।
‘গভীর নিশীথে’ নামের বিশেষ একটি নাটক নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার। নাটকটি রাত রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে।
তরুণ নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করেছেন নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাশার। এ নাটকটি রাত ৯টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
জিনাত হোসেনের চিত্রনাট্যে পরিচালক কৌশিক শংকর দাশ নির্মাণ করেছেন ‘বাদল বরিষণে’ নামের বিশেষ নাটক। এতে জুটি বেঁধেছেন ‘মনপুরা’ সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী ফারহানা মিলি। এ নাটকটি বিকেল ৫টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
বিষ্ণু ঈয়াসের চিত্রনাট্যে পরিচালক সীমান্ত সজল নির্মাণ করেছেন ‘কালো হরিণ চোখ’ নামের নাটক। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। রাত ১০টায় নাটকটি মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচার হবে।
এছাড়া শিশুতোষ নাটক ‘শিকারী’ নির্মাণ করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রহমত আলী। নাটকটি দুরন্ত টিভির পর্দায় বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে।
রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘দোলা লাগিলো দখিনার বনে’। সরাসরি গানের অনুষ্ঠাটিতে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী ফেরদৌস আরা। এছাড়াও দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে বাংলা সিনেমা ‘প্রিয়া তুমি সুখী হও’।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১