ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, সেপ্টেম্বর ১, ২০২১
আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু সায়রা বানু-দিলীপ কুমার

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রয়েছেন তিনি।

রক্তচাপের সঙ্গে নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী এ অভিনেত্রী। তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।  

এর আগে গত ৭ জুলাই প্রয়াত হন সায়রা বানুর স্বামী অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ-সায়রা দম্পতির কোনো সন্তান নেই।  

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। ৫৪ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু।  

দিলীপ কুমারের মৃত্যুর খবরে সায়রা বানু বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল… দিলীপকে ছাড়া আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না। দয়া করে সকলে তার জন্য দোয়া করুন’।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।