ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘গলুই’ অনুদান পেয়েছে ৬০ লাখ, শাকিবই নিচ্ছেন ৪০ লাখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
‘গলুই’ অনুদান পেয়েছে ৬০ লাখ, শাকিবই নিচ্ছেন ৪০ লাখ শাকিব খান ও পূজা চেরি

প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। ২০২০-২১ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’।

তবে অনুদানের বড় একটা অংশ পারিশ্রমিক হিসেবে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের পকেটে।

সিনেমাটিতে শাকিব খান একাই ৪০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।

বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমাটির শুটিং চলছে।  

‘গলুই’র মধ্য দিয়ে প্রথমবার শাকিবের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে এটি নির্মিত হচ্ছে।  

এতে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরীসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, কণা ও ইমরান।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad