হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন সিনেমাটোগ্রাফার। গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ৪২ বছর বয়সী নিহত নারীর নাম হালইয়ানা হুটচিনস। সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে, এই সিনেমার পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার ব্যবহার করা হয়। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নিউ মেক্সিকোর পুলিশ বলছে, আকস্মিক এই দুর্ঘটনার জেরে সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএটি