ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ের ১০ বছর পর মুক্তি পাচ্ছে রোমানার সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, অক্টোবর ২৭, ২০২১
শুটিংয়ের ১০ বছর পর মুক্তি পাচ্ছে রোমানার সিনেমা রোমানা খান

১০ বছর আগে শুটিং হয়েছিল এক সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা রোমান খান অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। প্রায় এক দশক পর সিনেমাটি মুক্তির মুখ দেখছে।

 

এফ আই মানিক পরিচালিত সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে ডিপজলের সহশিল্পী হিসেবে দেখা যাবে রোমানাকে। দেশপ্রেমভিত্তিক সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ।  

বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন রোমানা। ব্যস্ত রয়েছেন স্বামী-সন্তান নিয়ে। তিনি যুক্তরাষ্ট্র থেকে বলেন, ১০ বছর আগে আমি নাটকে এবং সিনেমাতে সমানতালে কাজ করতাম। তাদের সঙ্গে কাজ করার স্মৃতি চোখে স্পষ্ট। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে ‘এ দেশে তোমার আমার’ সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সিনেমা।

সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি মেসেজ দিতে। আশা করি, দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।  

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘এ দেশ তোমার আমার’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল ও রোমানা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।