ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে রয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তাকে রাজধানীর রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আমির সিরাজীর বড় মেয়ে নুরজাহান সিরাজী জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে লাইফ সাপোর্টে আছেন এই অভিনেতা।
ডাক্তারদের বরাদ দিয়ে তিনি বলেন, ‘বাবার অবস্থা আগের চেয়ে ভালো, তবে এখনও লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে আমার বাবার জন্য দোয়া চাই। যাতে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ’
যাত্রাপালায় অভিনয় করা আমির সিরাজী ১৯৮৪ সালে অভিনয়ের জন্য ঢাকায় আসেন। মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি। কিন্তু তার অভিনীত মুক্তি প্রাপ্ত প্রথম সিনেমা ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।
অভিনেতা আমির সিরাজী একজন মুক্তিযোদ্ধাও। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে খল অভিনেতা হিসেবে তিনি বেশি জনপ্রিয়।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএটি