ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমায় প্রিয়াম অর্চি 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
নতুন সিনেমায় প্রিয়াম অর্চি  প্রিয়াম অর্চি 

বেশকিছু সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তরুণ অভিনেত্রী প্রিয়াম অর্চিকে। এবার তিনি হাজির হতে যাচ্ছেন ‘নির্বাণ’ নামের নতুন একটি সিনেমা নিয়ে।

আসিফ ইসলামের পরিচালনায় সম্প্রতি সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে প্রিয়াম অর্চি বলেন, ‘নির্বাণ’ একটি মেয়ের বাস্তব এবং মনোজাগতিক এক যাত্রার ভিতর দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প, যেই চরিত্রটি আমি করছি। এই খুঁজে পাওয়ার জার্নিটি গল্পে যেভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে, তা আমাকে আগ্রহী করেছে এতে কাজের ব্যাপারে।  

পরিচালক বলেন, এই সিনেমাটি আসলে নিজেকে আবিষ্কার করার একটা জার্নি। এতে প্রিয়াম যুক্ত হওয়া আমাদের জন্য আনন্দের।

এর আগে ইউএনডিপি ও এশিয়াটিকের ধারাবাহিক নাটক ‘ইচ্ছেডানা’য় নারী ফুটবলার হিসেবে অভিনয় করে নজর কাড়েন প্রিয়াম।  

এছাড়া রাব্বী মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ ও সরকারি অনুদানে নির্মিত আমিনুর রহমান পরিচালিত ‘কমলাপুরান’ সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াম। টেলিভিশন ও মঞ্চ নাটকে নিয়মিত তাকে  পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।