ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়াম-পূজার ‘শান’র মুক্তিতে বাধা নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
সিয়াম-পূজার ‘শান’র মুক্তিতে বাধা নেই সিয়াম ও পূজা

ফের পর্দায় হাজির হতে যাচ্ছেন সিয়াম-পূজা জুটি। এবার তাদের দেখা যাবে ‘শান’ সিনেমায়।

নতুন বছরের প্রথম সপ্তাহে সিনেমাটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে এটি ছাড়পত্র পেয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে ৭ জানুয়ারি ‘শান’ মুক্তিতে আর কোনো বাধা নেই।

এ প্রসঙ্গে ‘শান’র পরিচালক এম রাহিম বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ায় দারুণ লাগছে। একটা সেনসিটিভ কাহিনী, বোর্ড কীভাবে দেখে, সেটা নিয়ে ভাবছিলাম। তবে বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। ’

একটি সত্য ঘটনা অবলম্বে সিনেমাটির কাহিনি লিখেছেন আজাদ খান। ফিল্মম্যানের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।  

সিয়াম-পূজা ছাড়াও ‘শান’-এ আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

‘শান’নির্মাণ করেছেন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২, ও ‘দহন’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৭০১ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।