ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আগস্ট ১৯৭৫’ দিয়ে পর্দা উঠছে সিনেমেকিং উৎসবের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
‘আগস্ট ১৯৭৫’ দিয়ে পর্দা উঠছে সিনেমেকিং উৎসবের 'আগস্ট ১৯৭৫'র পোস্টার

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর পর্দা উঠছে সোমবার (৩ জানুয়ারি)।  

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সভাপতিত্ব করবেন মঞ্চসারথি আতাউর রহমান।

 

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে উৎসবে প্রদর্শিত হবে মো. সেলিম খান পরিচালিত ও প্রযোজিত ‘আগস্ট ১৯৭৫’।
 
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উৎসবটির পর্দা নামবে। সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। সভাপতিত্ব করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল।
 
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজনে করা হয়েছে। দুই অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়।
 
এছাড়া মঙ্গলবার (৪ জানুয়ারি) ও বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের ৪টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বুধবার সহজ পাঠ স্কুলে ‘কিডস ডে’, চলচ্চিত্র প্রদর্শনী এবং মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।