ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অস্কার জয়ী অভিনেতা সিডনি পোয়াটিয়ে আর নেই

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, জানুয়ারি ৮, ২০২২
অস্কার জয়ী অভিনেতা সিডনি পোয়াটিয়ে আর নেই সিডনি পোয়াটিয়ে

হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটিয়ে আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর।

সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার।

সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন। ‘লিলিস অব দ্য ফিল্ড’ সিনেমাতে অভিনয় করে ১৯৬৩ সালে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান পেয়েছিলেন তিনি।  

এর আগে ১৯৫৮ সালে ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ সিনেমার জন্য প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর এই পুরস্কার পেয়েছিলেন তিনি।  

সিডনি পোয়াটিয়ে ১৬ বছর বয়সে যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে। এরপর ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। সিনেমাটি ১৯৫৫ সালে মুক্তি পায়। এতে একজন স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।