ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

৭৯তম গোল্ডেন গ্লোব: সেরা হলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
৭৯তম গোল্ডেন গ্লোব: সেরা হলেন যারা উইল স্মিথ ও নিকোল কিডম্যান

ওয়ার্ল্ড শোবিজের অন্যতম সেরা সম্মাননা গোল্ডেন গ্লোব। সাধারণত বড় আয়োজনে সেরাদের নাম ঘোষণা করা হলেও করোনার কারণে তা হচ্ছে স্থগিত করা হয়।

তবে প্রকাশ করা হয়েছে ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে ছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের এই আয়োজন।

একই সঙ্গে গোল্ডেন গ্লোবের সোশ্যাল সাইটেই ঘোষণা করা হল বিজয়ীদের নাম, প্রকাশ করা হল তালিকা।  

এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের নাম:-

শ্রেষ্ঠ মোশন ছবি( ড্রামা) : ‘রিচার্ড দ্য পাওয়ার অব দ্য ডগ’
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা): উইল স্মিথ (কিং রিচার্ড)
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা): নিকোল কিডম্যান (বিইইং দ্য রিকার্ডোস )
শ্রেষ্ঠ মোশন ছবি (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়েস্ট সাইড স্টোরি
শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক বুম)
শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): র‍্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)
শ্রেষ্ঠ পরিচালক: জেন ক্যামপ (দ্য পাওয়ার অফ ডগ)
শ্রেষ্ঠ চিত্রনাট্য: বিইইং দ্য রিকার্ডোস বেলফাস্ট
শ্রেষ্ঠ ছবি (অ্যানিমেটেড): এনক্যান্টো 

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।