ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে মালদ্বীপে বনি-কৌশানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মে ২৪, ২০২২
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে মালদ্বীপে বনি-কৌশানি

ওপার বাংলার দুই তারকা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জির মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। অন্যদের মতো লুকিয়ে নয়, প্রকাশ্যেই প্রেম করে বেড়ান তারা।

 

গুঞ্জন উঠেছিল, দীর্ঘ ৭ বছরের প্রেমের সম্পর্কের ইতি টানছেন এই জুটি! কিন্তু সব আলোচনা উড়িয়ে দিয়ে বনি-কৌশানি কিন্তু একসঙ্গেই আছেন। ঘুরছেন দেশ-বিদেশ।

সম্প্রতি অবসর কাটাতে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন তারা। সেখান ভাসছেন প্রেমের জোয়ারে আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তাদের উষ্ণ ছবি। যা দেখে ভক্তরা বলছেন, দারুণ চলছে বনি কৌশানির প্রেম! 

এদিকে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে কৌশানি জানান, আপাতত তিনি কিছুদিন একা থাকতে চান। আর এতেই তাদের প্রেম ভাঙার গুঞ্জন ছড়ায়।

অবশ্য বনি জানিয়েছেন, শুটিংয়ের ব্যস্ত থাকায় ঠিকমত সময় দিতে পারেননি বলে রেগে আছেন কৌশানি। সময় সবকিছু ঠিক করে দেবে!

এতেই বোঝা যাচ্ছে প্রেমিকার রাগ ভাঙাতেই মালদ্বীপে উড়াল দিয়েছেন বনি।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে জুটি বাঁধেন বনি ও কৌশানি। সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২৩ সালে এই তারকাদ্বয় সাত পাঁকে বাধা পরবেন বলে গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৯৫৯ ঘণ্টা, মে ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।