ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

অস্ত্র দিয়ে নিজেকে জখম করে অভিনেতার আত্মহত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, আগস্ট ৯, ২০২২
অস্ত্র দিয়ে নিজেকে জখম করে অভিনেতার আত্মহত্যার চেষ্টা!

অবসাদের কারণে নিজেকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছেন টলিউডের এক অভিনেতা। ধারাল অস্ত্র দিয়ে নিজেকে জখম করে আত্মহত্যার করতে চেয়েছিলেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেতা শৈবাল ভট্টাচার্য।

গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, সোমবার (০৮ আগস্ট) রাতে কসবায় নিজের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শৈবালের দেহ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার ও সহকর্মীরা।  

শোনা যাচ্ছে, তিনি মাদকাসক্ত হয়ে পড়ছিলেন, সে কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে মনে করছে তার পরিবার।  

তবে, শৈবালের আচমকা আত্মহত্যা চেষ্টা করার বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হাসপাতাল সূত্র জানাচ্ছে, নিজের হাতে-পায়ে এলোপাথাড়ি কুপিয়েছেন শৈবাল। আপাতত তাকে স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।  

শৈবাল ভট্টাচার্য বিভিন্ন ভারতীয় বাংলা সিরিয়ালে বাবা, কাকার মতো চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পান। একইসঙ্গে চিত্রনাট্য, সংলাপ লেখালেখির কাজও করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।