ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ে আহত টাবুকে থাকতে হবে বিশ্রামে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, আগস্ট ১১, ২০২২
শুটিংয়ে আহত টাবুকে থাকতে হবে বিশ্রামে অভিনেত্রী টাবু

বলিউড অভিনেত্রী টাবু ‘ভোলা’ নামের একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে হায়দরাবাদে এর সিনেমাটির শুটিং চলছিল।

সেখানে শুটিংয়ের সময় আহত হয়েছেন টাবু।

জানা গেছে, টাবু একটি ঘন জঙ্গলে ট্রাক চালাচ্ছিলেন। কিছু মোটর সাইকেলে করে ভিলেন টাবুর ট্রাককে ধাওয়া করছিল। এক সময় ট্রাকের পাশে যে বাইকটি আসছিলো তার একটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে গ্লাস ভেঙ্গে অভিনেত্রীর ডান চোখের ওপরে এসে পরে। এতে বেশ আঘাত পেয়েছেন টাবু।

পরে শুটিং সেটেই চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। জানা গেছে, আঘাত তেমন গুরুতর নয়, সেলাই লাগবে না। তবে অভিনেত্রীকে এখন বিশ্রামে থাকতে হবে।

‘ভোলা’ সিনেমায় টাবু ছাড়াও আরো অভিনয় করছেন অজয় দেবগন। সিনেমায় অজয়কে একজন নির্ভীক, উচ্চ-পদস্থ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।