ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

প্রকাশ হলো ‘পুজোয় ছুটি নাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, অক্টোবর ২, ২০২২
প্রকাশ হলো ‘পুজোয় ছুটি নাই’

চলছে দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে অনেক গান ও নাটক প্রকাশ পাচ্ছে।

ধারাবাহিকতায় এসেছে বিশ্বরঙ- এর কর্ণধার বিপ্লব সাহার কণ্ঠে  ‘পুজোয় ছুটি নাই’

এ গানটি লিখেছেন জীবন ফারুকী। এতে সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটি প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও আকারে। এতে মডেল হয়েছেন অভিনেতা আজম খান, শিপন মিত্র, এন কাজলসহ একঝাঁক মডেল।

গানটির প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, এপার ওপার দুই বাংলার একঘেয়েমি পূজার গানে যারা ক্লান্ত, আমাদের গানটি তাদের জন্য। ‘পুজোয় ছুটি নাই’ এইটি কোনো গান নয়, অগণিত চাকরিজীবী মানুষের মনের কথা। যারা ছুটি পান না বসদের জন্য।

শনিবার (১ অক্টোবর) ইউটিউবে বিপ্লব সাহা ও বিশ্বরঙ - এর অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হয়েছে ‘পুজোয় ছুটি নাই’ গানটি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।