ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জৈন্তাপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির লজ্জাবতী বানর

অপূর্ব শর্মা, কন্ট্রিবিউটিং রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ১, ২০১২
জৈন্তাপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির লজ্জাবতী বানর

সিলেট: সিলেটের জৈন্তাপুরে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর ধরা পড়েছে। রোববার সকালে উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের শিশুরা বানরটিকে আটক করে।

বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানীনগর গ্রামের একটি বাড়ির গাছের ডালে লজ্জাবতী বানরটিকে দেখতে পেয়ে স্থানীয় শিশুরা ধাওয়া করে। এক পর্যায়ে শিশুরা বানরটিকে আটক করে।

স্থানীয় বাসিন্দা রাজীব শর্মা বানরটি আটকের খবর পেয়ে শিশুদের কাছ থেকে সেটি উদ্ধার করে উপজেলা শহরে নিয়ে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগকে অবহিত করেন। বিকাল ৩টায় বন বিভাগের একজন গার্ড এসে বানরটিকে নিয়ে যায়।
 
উত্তর সিলেট রেঞ্জ-২ এর কর্মকর্তা এনায়েতুর রহমান খান জানান, এটি একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। জৈন্তাপুর এলাকায় এরকম বানর নেই। পাহাড়ী ঢলে এটা ভারত থেকে ভেসে এসে থাকতে পারে। বানরটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০১ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।