ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গোদাগাড়ীতে নিমগাছে সাপ সদৃশ ডাল!

আব্দুল বাতেন, গোদাগাড়ী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
গোদাগাড়ীতে নিমগাছে সাপ সদৃশ ডাল!

গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ীতে একটি নিম গাছে সাপ সদৃশ দু`টি ডাল স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে!
 
হঠাৎ করে গঁজিয়ে ওঠা ওই ডাল দু’টিতে সাপের ফণার অবয়বটাও বেশ স্পষ্ট।

গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের উছড়াকান্দর গ্রামের হায়দার আলীর পুকুর পাড়ে এ দৃশ্য দেখতে ভিড় করছেন এলাকাকাসী।



বিষয়টি নজরে আসার পর থেকে গত ৫ দিন ধরে নিমগাছের ফণা তোলা ডালের এ দৃশ্য ভীড় করে দেখছেন সবাই।

হায়দার আলীর স্ত্রী সেরাতুন্নেসা বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতি রনি (১৪) নিম গাছের একটি ডাল কেটে নেয়।

পরদিন সকালে ডালের কাটা অংশে ‘ফণামেলা সাপ সদৃশ্য’ নতুন ডাল (অনেকটা বাঁকলের মত) দেখে বিস্মিত হয়ে পড়েন সবাই!

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাল দুটির দৈর্ঘ্য প্রায় ২ ফুট করে। ডাল দু’টি আশ্চর্যজনকভাবে গোখরো সাপের ফণা তোলার রূপ ধরে আছে।

এ খবর লোকমুখে ছড়িয়ে পড়পার পর এলাকার উৎসুক মানুষ ভিড় করছেন সেখানে সমসময়।
সর্বশেষ বাঁশের বেড়া দিয়ে নিম গাছের গোড়াটি ঘিরে রাখা হয়েছে।

বাস্তব বিষয় যাই হোক, এ ঘটনা গ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
কেউ বলছেন, এটি জ্বীন-ভূতের কারবার! আবার অনেকেই বলেছেন, ‌এটি সৃষ্টিকর্তার অলৌকিক নিদর্শন। যে যার মত ‘বিশেষজ্ঞ’র ব্যাখ্যা দিচ্ছেন আর কি!

এ ব্যাপারে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা জামে মসজিদের পেশইমাম মাওলানা শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, “এ ধরণের অলৌকিক ঘটনার বিষয়ে পবিত্র কোরআন শরিফ অথবা হাদিসে কোনো ধরণের ব্যখ্যা দেওয়া নেই। তবে এ নিয়ে ধর্মীয়ভাবে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। ”

তবে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী অনেকে পূজা-অর্চনা শুরু করেছেন গাছটিকে কেন্দ্র করে।
 
এদিকে, হায়দার আলীর স্ত্রী সেরাতুন্নেসা জানান, ওই নিম গাছের ডাল কাটার পর থেকে তার নাতি রনি অসুস্থ অবস্থায় আছে। মাঝে-মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।