ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাদারীপুরে সকাল থেকেই ঝড়-বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
মাদারীপুরে সকাল থেকেই ঝড়-বৃষ্টি

মাদারীপুর: মাদারীপুরে রোববার (৩১ মার্চ) ভোর থেকেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সকাল ৬টা থেকে আকাশ মেঘে ছেয়ে যায়।

সোয়া ৬টায় শুরু হয় ঝড়ো বাতাস এবং বৃষ্টি। থেমে থেমে বিদ্যুৎ চমকানোর সঙ্গে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার শিবচর উপজেলাসহ বিভিন্ন স্থানে ভোর থেকে ঝড়ের প্রভাব রয়েছে। বাতাসের সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছে। বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।  

এদিকে মাদারীপুর সদরে ভোর থেকে বৃষ্টি শুরু হয়। অন্যদিকে ডাসার উপজেলায় বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে বলে জানা গেছে।  

জেলার শিবচর উপজেলার শিরুয়াইল, দত্তপাড়াসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতা লক্ষ্য করা গেছে। সোয়া ছয়টা থেকে শুরু হয়ে পৌনে সাতটা পর্যন্ত বাতাসের বেগ ছিল। এরপরে বাতাস কমে আসে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সকাল সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের বেগ কমে এলেও থেমে থেমে বাতাস বইছে। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।