ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নির্বিষ ‘ডোরা বেত আঁচড়া’ সাপ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
নির্বিষ ‘ডোরা বেত আঁচড়া’ সাপ উদ্ধার উদ্ধারকৃত ‘ডোরা বেত আঁচড়া’ সাপ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর প্রার্থনা কক্ষ থেকে একটি ‘ডোরা বেত আছঁড়া’ সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে শহরসংলগ্ন আবাসিক এলাকা রূপসপুরের এক বস্ত্র ব্যবসায়ীর বাসায় ঠাকুর ঘরের ভেতরের দেয়ালে বসে থাকা সাপটিকে দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

পরে সাপটিকে উদ্ধার করতে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ওই বাসায় গিয়ে এ সাপটিকে উদ্ধার করেন। এ সময় পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ তাকে সহযোগিতা করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপাক এবং বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত এ সাপটি ‘ডোরা বেত আঁচড়া সাপ’। এর ইংরেজি নাম ‘পেইন্টেড ব্রোঞ্জব্যাক ট্রি স্নেক’। এরা নির্বিষ বা বিষমুক্ত প্রজাতির সাপ। এরা দৈর্ঘ্যে ৯০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ১৪৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

বন্যপ্রাণী গবেষক বলেন, এরা গাছের ডালে-ডালে পাতায়-পাতায় খুব দ্রুত বিচরণ করে থাকে। দেশের বনাঞ্চলগুলোতে এরা ভালো অবস্থানেই টিকে আছে এরা। এদের খাদ্যতালিকায় রয়েছে গিরগিটি, টিকিটিকি, ব্যাঙ, ছোট পাখি, পাখির ডিম প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।