ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ (পাইথন) উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার দেবনগর ইউনিয়নের সীমান্তের নন্দগছ গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে সাপটি উপজেলা বন বিভাগের মাধ্যেমে দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। সেখানে অজগরটিকে অবমুক্ত করার কথা রয়েছে।

জানা গেছে, উদ্ধার সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট ও ওজন ৯ কেজি ২০০ গ্রাম।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানি বিওপি আওতাধীন সীমান্ত এলাকায় মেইন পিলার ৭৪১ এর ৫ সাব পিলার এলাকা থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদেকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে অজগরটিকে দেখতে পেয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। পরে বন বিভাগের বিট কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা পরিষদ এলাকায় নেওয়া হয়। উদ্ধার হওয়া সাপটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত স্থানে অবমুক্তের জন্য দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী গণমাধ্যমকর্মীদের বলেন, স্থানীয়দের মাধ্যেমে অজগর সাপের বিষয়টি জানতে পেরে বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে ধারণা করছি। উদ্ধার সাপটিকে দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।