ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকের মাছ ধরার জালে একটি অজগর আটকা পড়েছে। পরে সাপটি মধুটিলা ইকোপার্ক এলাকার বনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভটপুর গ্রামে সাপটি আটকা পড়ে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সাপটি অবমুক্ত করার বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ভটপুর গ্রামের কৃষক আশকর আলী মাছ ধরার জন্য ধান ক্ষেতে জাল (মাছ ধরার ফাঁদ) পেতে রাখেন। দুপুরে ওই জাল উঠাতে গেলে ভেতরে অজগরের বাচ্চা আটকে থাকতে দেখেন। পরে তিনি সেটি ডাঙায় উঠিয়ে আনেন। এটির ওজন ৪ কেজি, দৈর্ঘ্য ৫ ফুট।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান। পরে বিকেলে মধুটিলা ইকোপার্কের বনে এটি অবমুক্ত করা হয়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাপটি উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এর চেয়ে বড় একটি অজগর উপজেলার হাতিপাগার গ্রামের মরিচ ক্ষেত থেকে উদ্ধার করে একই বনে অবমুক্ত করা হয়। গারো পাহাড়ের জীব-বৈচিত্র্য অনেকটা ফিরে আসায় সম্প্রতি অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।