ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বনে ফিরল বিলুপ্ত প্রজাতির বাজপাখি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বনে ফিরল বিলুপ্ত প্রজাতির বাজপাখি

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের জাফলংয়ে লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) জাফলংয়ের মামার বাজার এলাকার ইসমাইল আলী বাড়ির কলাগাছ থেকে বাজপাখিটি উদ্ধার করে স্থানীয় জনতা।

পরে বন বিভাগের জাফলং বনবিট কর্মকর্তাদের কাছে মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের সহ-সভাপতি ইসমাইল আলী পাখিটি হস্তান্তর করলে বনে অবমুক্ত করা হয়।

ইসমাইল আলী জানান, শুক্রবার বাড়ির পাশের কলাগাছে বাজপাখিটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। পরে জাফলং বনবিট কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন তিনি। পরে বনবিট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে পাখিটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

জাফলং বনবিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বিলুপ্ত প্রজাতির বাজপাখিটি উদ্ধার করে জাফলং বনবিট এলাকায় অবমুক্ত করি।  

বিলুপ্ত প্রজাতির বাজপাখিটি উদ্ধার করে অবমুক্ত করায় সহযোগিতা করার জন্য স্থানীয় জনতাকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।