বরিশাল: ঘুড়ির সুতায় জড়িয়ে একটি রেন্ট্রি গাছের ডালে ঝুলছিল নিশাচর শিকারি পাখি পেঁচা। বিপাকে পড়ার পেঁচার এ দৃশ্য দেখে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চলায়।
টিঅ্যান্ডটি মোড়ের ফার্নিচার ব্যবসায়ী কাজী রুস্তুম আলী জানান, বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে ঝিলাম ভুঁইয়ার বাড়ির রেন্ট্রি গাছে ঘুড়ির সুতায় জড়ানো একটি পেঁচা ঝুলছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পেঁচাটি উদ্ধার করে আমার দোকানে রেখে যায়। পেঁচাটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে আমার হেফাজতে।
গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্য হাফিজুল ইসলাম জানান, স্থানীয়রা পেঁচাটি উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পেঁচাটি উদ্ধার করে এক ব্যবসায়ীর হেফাজতে রাখা হয়।
তিনি আরও জানান, পেঁচাটি দীর্ঘক্ষণ গাছের ডালে ঝুলে থাকায় দুর্বল হয়ে পড়ে।
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ লিখে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএস/এএটি