ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গলাচিপায় বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
গলাচিপায় বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ আটক এক

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ একজনকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপকূলীয় বন বিভাগের নেতৃত্বে অভিযান চালিয়ে গলাচিপার বন্যাতলী খেয়াঘাট থেকে কচ্ছপ উদ্ধার ও পাচারকারীকে আটক কররা হয়।

বনবিভাগ জানায়, স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর মাধ্যমে জানা যায়, উপজেলার চর কাজল থেকে বন্যাতলী খেয়াঘাট পার হয়ে শুকলাল নামে এক পাচারকারী বস্তায় ভরে কাছিম নিয়ে যাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে গলাচিপা বন বিভাগের বিএম মো. নাইম হোসেন খাঁন এবং অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী, স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল বন্যাতলী খেয়াঘাটে খুব ভোরে অবস্থান নেন। এসময় চর কাজল থেকে আসা একটি ট্রলার থেকে শুকলাল নামে এক ব্যক্তিকে ১৭টি বিভিন্ন প্রজাতির কচ্ছপসহ জব্দ করা হয়।

পরে গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করেন।

পরে উদ্ধারকৃত কচ্ছপগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বন বিভাগের স্টাফ, সংগঠনের সদস্য এবং মিডিয়াকর্মী ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।