ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাঘের হাড় কাঁপানো শীত শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

বর্তমানে চতুর্থ দফায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  

সকাল থেকে সূর্যের দেখা মিলছে, কিন্তু উত্তরের হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন স্বল্প আয়ের ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে কাজ করতে অনেককেই বেশ বেগ পেতে হচ্ছে। অসহায় ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারিভাবে এ জেলায় প্রায় ২৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে আরও চাহিদাপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারিভাবে জেলার বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।  

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, গত তিনদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।