ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে, শীতে কাঁপছে দিনাজপুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে, শীতে কাঁপছে দিনাজপুর 

দিনাজপুর: কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু অবস্থা এ জেলার জনগণের। গ্রাম কিংবা শহর সবখানেই বেড়েছে শীতের তীব্রতা। মোটা জামাকাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের।  

কুয়াশা থাকায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। দিনের বেলায়ও জ্বালাতে হচ্ছে হেডলাইট।  

আগামী দুই-একদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।