ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাকালুকিতে ৩৫ হাজার জলচর পাখির বিচরণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
হাকালুকিতে ৩৫ হাজার জলচর পাখির বিচরণ

মৌলভীবাজার: হাকালুকি হাওরে চলতি বছর ৪৫ প্রজাতির ৩৫ হাজার পরিযায়ী জলচর পাখির বিচরণ করছে। সম্প্রতি পাখি গবেষকদের টেলিস্কোপ, বাইনোকুলারে এই সংখ্যা ধরা পড়েছে।

বাংলাদেশ বার্ড ক্লাবের পাখি গবেষক ওমর শাহাদাত বাংলানিউজকে জানিয়েছেন, ‌‌পরিযায়ী জলচর পাখি জরিপ- ২০২৫ বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধি দল, প্রতি বছরের ধারাবাহিকতায় হাকালুকি হাওড়ে, পরিযায়ী জলচর পাখি জরিপ ২৩ ও ২৪ জানুয়ারি দুইদিনব্যাপী সম্পন্ন করেছে। এ বছর হাকালুকি হাওরের গুরুত্বপূর্ণ প্রায় ৪৫টি বিলে আমাদের গণনায় সর্বমোট ৩৫ হাজার ২৬৮টি পাখি পর্যবেক্ষণ করা হয়েছে।

বিগত বছরের তুলনায় এবার পাখির সংখ্যা তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে বলেও জানান তিনি।

সুম্পষ্টভাবে তিনি বিপন্ন-সংকটাপন্ন প্রভৃতি পাখি-প্রজাতিগুলো উল্লেখ করে বলেন, পিংলা বিলে বিশ্বব্যাপী বিপন্ন বেয়ারের ভূতি হাঁস (Baer's Pochard) দুটি, নাগুয়া-লরিবাই বিলে বাংলাদেশের জন্য বিরল প্রজাতির বৈকাল তিলিহাঁস (Baikal Teal) একটি, প্রায় সংকটাপন্ন ফুলুরি হাঁস (Falcated Duck) তিনটি, প্রায় সংকটাপন্ন মরচে রং ভূতিহাঁস (Ferruginous Duck) ১৫৮৮টি, প্রায় সংকটাপন্ন উত্তুরে টিটি (Northern Lapwing) ছয়টি, সংকটাপন্ন কালো মাথা কাস্তেচরা (Black headed Ibis) ৩৯৩টি এবং বিশ্বব্যাপী বিপন্ন পাতি ভূতিহাঁস (Common Pochard) ৯০৯টি (বাংলাদেশে কম উদ্বেগের) উল্লেখযোগ্য।

এছাড়াও পিয়ং হাঁস (Gadwall) ৫ হাজার ৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস (Northern Pintail) ৪ হাজার ২৭২টি, এশিয় শামুকখোল (Asian Openbill) ৪ হাজার ২২৮টি পর্যবেক্ষণ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবার পাখি সংখ্যা তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে।

বাংলাদেশ বার্ড ক্লাব সূত্র জানায়, জরিপে অংশগ্রহণকারী দলের ৮ সদস্য অংশগ্রহণ করেন। তারা হলেন- ওমর শাহাদাত (দলনেতা), ফা-তু-জো খালেক মিলা, সুলতান আহমেদ, মো. সাব্বির আহামেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল এবং খোরশেদ আলম। সিএনআরএস এবং বাংলাদেশ বন অধিদপ্তর এই পাখি গবেষণা বিষয়ক কার্যক্রমটির সহায়তা করে।

হাকালুকিতে পাখিদের জীবন বিপন্ন- এ প্রসঙ্গটি উল্লেখ করে ওমর শাহাদাত বলেন, প্রায় প্রতিটি জলাশয়ে মৎস্য আহরণ এবং কিছু কিছু জলাশয়ের প্রায় পানি শূন্য করে মৎস্য আহরণ করা হয়েছে। ‌ ব্যাপকভাবে ধান চাষের আবাদ করতেও দেখা গেছে। ‌ তাছাড়া নাগুয়া‌ বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার, পিংলা বিলের পাশে বিষটোপ (কার্বোটাফ) দিয়ে পাখি শিকার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। হাতেনাতে ধরে জাল নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক দিয়ে তৈরি পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমগ্র হাওরে ব্যাপকভাবে দৃশ্যমান।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫  
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।