ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাজারো পাখির আবাস পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
হাজারো পাখির আবাস পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ার পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারটি এখন হাজারো পাখির নিরাপদ বাসস্থান।

ঢাকা: রাজধানীর শাহবাগের আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারটি এখন হাজারো পাখির নিরাপদ আবাস। প্রতিদিন সূর্য ডোবার একঘণ্টা আগে থেকেই পাখিগুলো একে একে পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারে রাত্রিযাপনের জন্য অবস্থান নেয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেখানে গিয়ে দেখা যায়, হাজারো পাখির কিচিরমিচির শব্দ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগে আব্দুল গণি রোডসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশাল বড় বড় গাছ ছিল। সেগুলো আর নেই। বেশি সংখ্যক বড় গাছ ঝড়ের কবলে ভেঙে গেছে। ঢাকা শহরে পাখিদের জন্য আবাসস্থল বলতে একদমই নেই। আব্দুল গণি রোডে তেমন কোনো বড় গাছ না থাকায় পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারে নিরাপদ রাত্রিযাপনের স্থান খুঁজে নিয়েছে পাখিগুলো।  

আব্দুল গণির রোড়ে এক চা দোকানি জানান, এখানে অনেক বড় বড় গাছ ছিল। তখন হাজারো শঙ্খচিল সেই গাছে রাত্রিযাপন করত। সেই গাছগুলো ঝড়ে উপচে পড়লে তাদের পরিচিত এলাকা পাখিগুলো ছেড়ে যায়নি। মনে হয়, তাদের বংশধররাও স্থানটি ত্যাগ করেনি। এখানে বড় বড় গাছ না থাকলেও তারা পরিচিত জায়গা হিসেবে বর্তমানে বেছে নিয়েছে পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারটি। প্রতি ভোরের সূর্য উদিত হওয়ার কিছু আগেই টাওয়ারের থাকা হাজারো চিল আকাশে উড়াল দেয় খাদ্যের সন্ধানে। চিলগুলো কোথায় খাদ্যের সন্ধানে চলে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আবার সন্ধ্যা হওয়ার ঘণ্টাখানিক আগে একে একে ফিরে আসে ওই টাওয়ারে।  

রাত ১১টার দিকে আব্দুল গণি রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোলরুমের দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করা শর্তে জানান, কন্ট্রোলরুমের টাওয়ারে হাজারো পাখি সন্ধ্যার আগে আসে আবার ভোর হওয়ার আগে খাদ্যের সন্ধানে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।