ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দাকোপে পিটিয়ে রয়েল বেঙ্গল টাইগার হত্যা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১২
দাকোপে পিটিয়ে রয়েল বেঙ্গল টাইগার হত্যা

খুলনা: খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবন থেকে বেড়িয়ে আসা একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে একটি ক্ষুধার্থ রয়েল বেঙ্গল টাইগার উপজেলার বানিশান্তা ও ডাংমারী লোকালয়ে হানা দেয়।

এসময় বাঘের আক্রমণে উভয় গ্রামের কয়েকজন আহত হয়।

পরে দুপুরে গ্রামবাসী বাঘটিকে ডাংমারী এলাকায় পিটিয়ে হত্যা করে।

দুপুর ৩টার দিকে ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।    

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।