ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাঁটাতার পেরিয়ে এলো নীলগাই, পরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
কাঁটাতার পেরিয়ে এলো নীলগাই, পরে উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা বন বিভাগ।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে।  

বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।  

পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণীটিকে পঞ্চগড় বন বিভাগের কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়।

সামাজিক বন বিভাগ, পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। স্থানীয়রা তাড়া করে গাইটিকে আটক করে রাখে।  

তিনি বলেন, আমরা উদ্ধার করে বন বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে পাঠাব। নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুব ভীতু। মানুষ দেখলে ভয় পায়। নীলগাইটির বয়স দুই আড়াই বছর হতে পারে। এটি বিলুপ্ত প্রজাতির মাদি নীলগাই।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।