ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

‘একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহান নিন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
‘একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহান নিন’

চুয়াডাঙ্গা: ‘একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহান নিন’ -এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের পুরোনো বোতল জমা দিলে তার বিনিময়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা’।  

পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম চালায় সংগঠনটি।

এছাড়া সাধারণ জনগণের মধ্যে বৃক্ষ রোপণের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা করেন সংগঠনটির কর্মীরা।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের খালি বোতল জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পান স্থানীয় বাসিন্দারাও।

কার্যক্রমটির উদ্যোক্তারা বলেন, প্লাস্টিকের বোতল জমির উর্বরতা নষ্ট করে। মাটির নিচে চাপা পড়লে সেখানে গাছের শিকড় বিস্তার হতে দেয় না। বোতলের কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য আমরা এই প্লাস্টিকের বোতল সংগ্রহ করছি। সেই সঙ্গে যারা এই প্লাস্টিকের বোতল দিচ্ছেন, তাদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করছি। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ফলে যেখানে সেখানে প্লাস্টিকের খালি বোতল ফেলা কমতে থাকবে এবং গাছের চারা রোপণে উৎসাহী হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফাহিম উদ্দিন মভিন, কোষাধ্যক্ষ আকাশ, প্রজেক্ট অফিসার মাহিনসহ অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।