ঢাকা: মানুষের মতো `মধ্য বয়স সংকটে` ভোগে ওরাংওটাং ও শিম্পাজির মতো বন্যপ্রাণীও।
এসব বনমানুষের ভালোলাগা মন্দলাগা নিয়ে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে।
গবেষণায় দেখা গেছে, মানুষের মতো বনমানুষেরও শৈশব আনন্দে কাটে। মধ্যবয়সে এসে আনন্দ-উল্লাসে ভাটা পড়ে, বিষণ্নতা চেপে বসে। আবার বার্ধক্যে এসে বিষণ্ণতা কাটিয়ে ওঠে তারা।
বিজ্ঞানীরা বিষয়টিকে মানুষের আনন্দ পাওয়ার “ইউ শেপ কার্ভ” এর সঙ্গে তুলনা করেছেন।
গবেষক দলের প্রধান এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলেকজান্ডার হুইস জানান, “মানুষের ইউ শেপ কার্ভের মতো বনমানুষের বয়সের সঙ্গে আনন্দ পাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখছি। ”
বিভিন্ন বয়সের ৫০৮ টি ওরাংওটাং ও শিম্পাজির ওপর এ গবেষণা করা হয়।
গবেষণা দলের অপর সদস্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু ওসওয়াল্ড ২০ বছর ধরে মানুষের সুখী হওয়া নিয়ে গবেষণা করেছেন।
তিনি জানান, ওরাংওটাং ও শিম্পাজির মধ্যেও মধ্যবয়সের সংকট বিদ্যমান।
তবে এই অর্জন আরো নতুন নতুন গবেষণার ক্ষেত্র উন্মোচন করবে বলে মনে করেন গবেষণা দলের প্রধান ড. হুইস।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২০,২০১২
সম্পাদনা: কামরুননাহার ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর