ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

টেকনাফে বিরল প্রজাতির শকুন ও বাজপাখি উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
টেকনাফে বিরল প্রজাতির শকুন ও বাজপাখি উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে বিরল প্রজাতির একটি শকুন ও একটি বাজপাখি উদ্ধার করা হয়েছে।    

মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার একটি বাড়ি থেকে পরিবেশ অধিদপ্তর ওই পাখি দুটিকে উদ্ধার করেছে।



পরিবেশ অধিদপ্তর টেকনাফের প্রশাসনিক সহকারী কর্মকর্তা সাহিদ আল শাহীন বাংলানিউজকে জানান, অসুস্থ অবস্থায় উদ্ধারকরা পাখি গুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাখি দুটি সুস্থ হয়ে উঠলে চকরিয়া বঙ্গবন্ধু ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

শকুনটির ডানা দুটি প্রায় দশ ফুট লম্বা, ওজনে ১৫ কেজি এবং উচ্চতা সাড়ে তিন ফুট। বাজপাখিটি ওজন আট কেজি, ডানা দুটি পাঁচ ফুট লম্বা ও উচ্চতা প্রায় দুই ফুট। খাবার হিসেবে তাদের দৈনিক তিন কেজি করে মাংস ও মাছ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।